সমুদ্র স্নানে বাংলাদেশ ক্রিকেট দল !!
রোববার অকল্যান্ড হয়ে ফাঙ্গারেইতে পৌঁছেছে বাংলাদেশ দল। সোমবার মাশরাফি বিন মুর্তজার দল নেমে গেল সমুদ্র সৈকতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে সোমবার সকালে সেটাই জানান পেসার তাসকিন আহমেদ।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট খেলতে বর্তমানে টিম বাংলাদেশ অবস্থান করছে সৈকতের শহর ফাঙ্গারেইতে। আর এই সুযোগকে কাজে লাগাতেই যেন সমুদ্রস্নানে মত্ত হয়েছেন টাইগাররা।
এদিকে নিউজিল্যান্ডে আসার আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। সেখানে সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার্সের বিপক্ষে দুটি অনুশীলন ম্যাচও খেলেছে তারা। সেখানে একটি জয় ও একটি পরাজয় সঙ্গী হয়েছে তাদের।
মূল সিরিজ শুরুর আগে আগামী ২২ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
কোন মন্তব্য নেই